আলোচনা সভা, দোয়া, ও কেক কাটার মধ্যে দিয়ে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে ঢাকা বিমানবন্দর থানা শ্রমিক লীগ ও আওয়ামী লীগ ।
রোববার সন্ধ্যায় বিমান বন্দর থানা শ্রমিক লীগের নিজ কার্যালয়ের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকা-১৮ আসনের সাংসদ অ্যাডভোকেট সাহারা খাতুন কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন। অনুষ্ঠান শেষে এতিম ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এদিকে, বিকেলে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দক্ষিণ খান থানা তাঁতী লীগ র্যালি করেছে। র্যালিটি এয়ারপোর্টে হজ ক্যাম্প থেকে শুরু হয়ে কসাই বাড়ি, মোল্লার টেক হয়ে দক্ষিণ খান গিয়ে শেষ হয়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি