চট্টগ্রামে তিন দিনব্যাপী স্বর্ণমেলার দ্বিতীয় দিনে ৬ হাজার ২২৭ ভরি স্বর্ণ, ১ ক্যারেট হীরা ও ২ হাজার ৩৯৫ ভরি রৌপ্যের বিপরীতে কর আদায়ের ঘোষণা দিয়েছেন ৬৬ জন স্বর্ণ ব্যবসায়ী।
এর বিপরীতে আয়কর জমা হয়েছে ৬৫ লাখ ৬৪ হাজার ৬২ টাকা। আগ্রাবাদ সিডিএ আবাসিকের পিএইচপি পেলিকান মেহজাবিন ভবনে রোববার স্বর্ণমেলা শুরু হয়। আয়কর বিভাগ আয়োজিত এ মেলায় নিবন্ধিত স্বর্ণ ব্যবসায়ী সমিতির সদস্যদের অঘোষিত মজুদ স্বর্ণ, রৌপ্য এবং হীরার বিপরীতে কর পরিশোধের সুযোগ দেওয়া হচ্ছে। প্রতি ভরি স্বর্ণে ১ হাজার টাকা, রৌপ্যের জন্য ৫০ টাকা, প্রতি ক্যারেট কাট ও পলিশড ডায়মন্ডের জন্য ৬ হাজার টাকা কর পরিশোধ করতে হবে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি