ভবন নির্মাণে অনিয়ম ও নকশা জালিয়াতির অভিযোগে বনানীর এফআর টাওয়ারের মালিক, নির্মাতা প্রতিষ্ঠানের চেয়ারম্যানসহ ২৩ জনের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুদক।
দুদকের উপ-পরিচালক মো. আবুবকর সিদ্দিক ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলা দুটি দায়ের করেন বলে জানায় দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য। অগ্নিকাণ্ডের পর সরকারের বিভিন্ন সংস্থা চারটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির প্রতিবেদনে বলা হয়, এফ আর টাওয়ারে বিধি লঙ্ঘন করে নকশা অনুমোদন ও আরও পাঁচটি ফ্লোর নির্মাণের নকশা বৈধতা দিতে বিভিন্ন পর্যায়ে দুর্নীতি হয়। মামলায় দণ্ডবিধির চারটি ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন-১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।
https://youtu.be/Ow1d5WhXX-E
নিউজ ডেস্ক / বিজয় টিভি