গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনকে নিয়ে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ নাসিমের সংসদে দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে গণফোরাম।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গণফোরাম এ প্রতিবাদ জানায়। মঙ্গলবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় মোহাম্মদ নাসিম বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে জোট গড়ে ড. কামাল হোসেন কার্যত আওয়ামী লীগের পক্ষেই কাজ করেছেন। এ বিষয়ে বিবৃতিতে দলটির নির্বাহী সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, মোহাম্মদ নাসিম উদ্দেশ্য মূলকভাবে মিথ্যাচার করেছেন। মানুষের মধ্যে বিভ্রান্তি ও অনৈক্য সৃষ্টি করার লক্ষ্যেই এই মিথ্যাচার বলেও জানান তারা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি