নিউজ ডেস্ক / বিজয় টিভি
‘মাসুদা খাতুন’ নামে এক বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যু ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে ফটিকছড়িতে।
বুধবার ‘ফটিকছড়ি পৌরসভার ১ নম্বর ওয়ার্ড মমতাজ বিল্ডিং-এ’ ঘটনা ঘটে।
তিনি ‘হাটহাজারী থানার ইছাপুর’ গ্রামের মৃত ‘ফয়েজ আহম্মদের’ স্ত্রী।
এদিকে ওই বৃদ্ধা আত্মহত্যা করছেন, নাকি অসাবধানতাবসত পড়ে গেছেন, কিংবা কেউ ধাক্কা দিয়ে তাকে ফেলে দিয়েছে; তা নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এ ব্যাপারে ‘ফটিকছড়ি’ থানার অফিসার্স ইনচার্য ‘বাবুল আকতার’ জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় নিহতের পুত্রবধু শারমিন আকতারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি