নিউজ ডেস্ক / বিজয় টিভি
আবারো ধরা পড়লো ইয়াবা। ১ টি নয় ২ টি নয় প্রায় ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। ধারনা করা হয় যে এগুলো মিয়ানমার থেকেই আমদানি হচ্ছিলো।
বৃহস্পতিবার ভোর রাতে ‘টেকনাফের হ্নীলা জাদিমোড়া নাফ নদী পয়েন্ট’ থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। ‘টেকনাফ ২ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ‘মোহাম্মদ ফয়সাল হাসান খাঁন’ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ইয়াবা ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরবর্তীতে এসব ইয়াবা সরকারি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি