চট্টগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ ৩ জনের মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে হাটহাজারীর নন্দীরহাট এলাকা থেকে প্রিয়াঙ্কা বৈষ্ণব নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আমির হোসেন জানান, হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে নগরের পূর্ব নাসিরাবাদ ভূঁইয়া গলির একটি বাসা থেকে শাহেদুল আলম নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ ভোর ৬টার দিকে ওই যুবককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে নগরের আকবর শাহ এলাকার একে খান মোড়ে ট্রাকের ধাক্কায় রহুল আমিন নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।