শিক্ষার্থীদের ভালো ছাত্র হওয়ার পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন হতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বুধবার সকালে ঢাকা কলেজের শহীদ আ.ন. ম. নজির উদ্দিন খান অডিটরিয়ামে ২০১৯-২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের মূল্যবোধ শেখাতে হবে। যাতে শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীন বাংলাদেশে মেধা আর যোগ্যতার প্রাধান্য দেওয়া হচ্ছে বলেও জানান শিক্ষামন্ত্রী।
নিউজ ডেস্ক / বিজয় টিভি