সোমবার সকাল থেকে ভারী বর্ষণে নগরের নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।
দোকান ও বাসা-বাড়িতে ঢুকে বিপাকে পড়েছেন নগরবাসী। পাইকারি বাজার খাতুনগঞ্জ, আসাদগঞ্জ ও চাক্তাই এলাকায় চাল-ডালের আড়তসহ বাজারের বেশ কিছু দোকানের মালামাল পানিতে ভিজে নষ্ট হয়েছে। সড়কে ওয়াসার খোঁড়াখুঁড়ির কাজ শেষ না হওয়ায় সৃষ্ট গর্তে জমে আছে পানি। এতে রিকশা ও যানবাহন উল্টে দুর্ঘটনা ঘটছে। ভারি বৃষ্টিতে হেমসেন লেইন এলাকায় একটি নির্মানাধীন বহুতল ভবনের সীমানা প্রাচীর ধসে গেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। পতেঙ্গা আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় নগরীতে ১৩৬ দশমিক ২ মিলিমিটার ভারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি