নিউজ ডেস্ক / বিজয় টিভি
চট্টগ্রামে পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে।
নগরের খুলশী থানাধীন ফয়’স লেক এলাকার একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় খোকন দত্ত নামে এক ওয়ার্ড বয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে হোটেলের ৩১৩ নম্বর কক্ষে এ দুর্ঘটনা ঘটে। আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ওই হোটেলে উদ্ধার অভিযান চালায় তারা। এ সময় খোকন দত্তের মরদেহ উদ্ধার করা হয়। এদিকে বন্দরে লরির ধাক্কায় আহসান উল্লাহ নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বন্দরের এনসিটি ইয়ার্ডের পাশে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া, ফটিকছড়িতে পানিতে ডুবে ইমাম হোসাইন নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি