কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মফিদুল আলম নামে মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময় পুলিশের ৩ সদস্য আহত হয়েছে।
ভোররাতে উপজেলার হোয়াইক্যং নয়াপাড়া এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, মফিদুলকে আটক করে ইয়াবা উদ্ধারে গেলে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে মফিদুল গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি