কক্সবাজারে আব্দুস শুক্কুর ও বাবু নামে দুই মাদক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে শহরের কলাতলীর কাটা পাহাড় এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার বলেন, নিহত ব্যক্তিদের বিরুদ্ধে ঢাকার শাহজাহানপুর থানায় একাধিক মাদক মামলা রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে অস্ত্র ও ইয়াবা উদ্ধার হয়েছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি