কয়েকদিনের টানা বর্ষণ ও দক্ষিণ চট্টগ্রামে বন্যার প্রভাবে বেড়েছে সবজির দাম। নগরের কাঁচাবাজারে বেশিরভাগ সবজির দাম কেজিপ্রতি বেড়েছে ৫-১০ টাকা। পাশাপাশি বেড়েছ ডিম, আদা, পেঁয়াজ, রসুন ও মাছের দামও।
রেয়াজউদ্দিন বাজার ঘুরে দেখা গেছে, প্রতি ডজন ফার্মের মুরগীর ডিম ১১০ টাকা থেকে বেড়ে ১২০-১২৫ টাকায় বিক্রি হচ্ছে। ভারতীয় পেঁয়াজ ৪০ টাকা, চায়না রসুন ১৫০ টাকা ও আদা ১৩০-১৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এদিকে মাছের দাম প্রতি কেজিতে ৪০-৭০ টাকা বেড়েছে। অন্যদিকে, মাংসের দাম কেজিপ্রতি ৮০ থেকে ১০০ টাকা বেড়েছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি