কক্সবাজারের টেকনাফে বিজিবির সাথে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গাসহ দুইজন নিহত হয়েছে। বিজিবির দাবি নিহতরা মাদক ব্যবসায়ী।
ভোররাতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতরা উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ কামাল ও হোয়াইক্যং নয়াপাড়ার মোহাম্মদ হাবিবুর রহমান। এসময় ঘটনাস্থল থেকে এক লাখ ইয়াবা, দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। বিজিবি টেশনাফ ২ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর মো. রুবাইয়াৎ কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।