বাংলাদেশের চলমান উন্নতি বিশ্বে উদাহরণ বলে মন্তব্য করেছেন ভারতীয় উপ-হাইকমিশনার শ্রী অনিন্দ ব্যানার্জী।
মঙ্গলবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ ভারতের অকৃত্রিম বন্ধুত্ব দাবি করে তিনি আরো বলেন, সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে ভারত প্রশিক্ষণসহ সকল সহযোগিতা দিতে প্রস্তুত। এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীসহ অন্যরা।