রাজধানীর উত্তরায় এম্বুলেন্স আটকে চাঁদাবাজি করার সময় এক যুবককে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। গণধোলাইয়ের শিকার ওই যুবকের নাম আনোয়ার হোসেন (৩৮)।
বৃহস্পতিবার দুপুরে উত্তরা ১১ নং সেক্টরের শিন শিন জাপান হসপিটালের সামনে এ ঘটনা ঘটে। হাসপাতালের ব্যবস্থাপক মো, রিপন হোসেন জানান, সকালে শিন শিন হসপিটালে নরসিংদী থেকে রোগী নিয়ে আসা একটি এম্বুলেন্স আটককে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে রোগী বাবত কমিশন চাঁদা দাবি করে আনোয়ার ।
এ সময় তা দিতে অস্বীকার জানালে সে লোকজন দিয়ে হাসপাতালের কর্মচারীদের মারধর করে। বিষয়টি দেখে আশেপাশের লোকজন তাকে ঘেরাও করে গণধোলাই দেয়। পরে স্থানীয় এক নেতার রিকোয়েস্ট এ তাকে পুলিশে না দিয়ে ছেড়ে দেয়া হয়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি