উপমহাদেশের প্রখ্যাত ইতিহাসবিদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. আব্দুল করিমের স্মরনসভা অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরী অডিটরিয়ামে স্মরনসভায় যোগ দিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.শিরিন আকতার বলেন, ড. আব্দুল করিমের লেখা বইগুলো বাংলার ইতিহাস গবেষনায় নতুন মাত্রা যোগ করেছে। এসময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড.অমিত দে বক্তব্য রাখেন। শিক্ষা ও গবেষনায় অবদানের জন্য প্রফেসর ড. আব্দুল করিম ১৯৯৫ সালে একুশে পদক, ১৯৬০ সালে ইন্ডিয়ান ন্যুমিজমেটিক সোসাইটি থেকে আকবর সিলভার মেডেল ও বাংলাদেশের বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান থেকে বহু পদক ও সম্মাননা লাভ করেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি