নিউজ ডেস্ক / বিজয় টিভি
ফটিকছড়ির পাইন্দং কারবালা টিলায় সাব্বির উদ্দীন ইকনকে একটি স্মার্টফোনের জন্য বন্ধুর হাতে খুন হতে হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আল মাসুম। তিনি আরো বলেন, এ ঘটনায় আটককৃত তনয় বড়ুয়া তনা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ইকনের সাথে বন্ধুত্ব সম্পর্ক ছিল তনয়ের। ঋণগ্রস্থ থাকায় ইকনের স্মাটফোনটির উপর চোখ পড়ে তার। ফোনটি নেয়ার লোভে ঘটনার দিন ইকনকে সাথে নিয়ে জন্মদিনের কেক কাটবে বলে একটি ছুরি নেয় সে। পরে ইকনকে গলা কেটে হত্যা করে তনয়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি