পাঁচলাইশে সড়ক দুর্ঘটনায় আমেনা ইয়াছমিন নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন।
পাঁচলাইশ থানার মুরাদপুরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি অটোরিকশা ও বাসকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আমেনার মৃত্যু হয়। আহত তিনজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপরদিকে নগরের খুলশী থানার জালালাবাদ আবাসিক এলাকায় রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের ধাক্কায় মো. মালেক নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি