আনোয়ারায় অজ্ঞাত এক তরুণীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে উপজেলার বরুমছড়া ও খুরস্কুলের মাঝামাঝি ছয় ধুনা বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আনোয়ারা থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ জানান, ছয় ধুনা বিলে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে ১৮ থেকে ২০ বছর বয়সী ওই তরুণীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। তবে মরদেহটি সেখানে কিভাবে এলো এবং কিভাবে তার মৃত্যু হয়েছে তা তদন্ত করা হচ্ছে বলে জানায় পুলিশ।
নিউজ ডেস্ক / বিজয় টিভি