নিউজ ডেস্ক / বিজয় টিভি
আবর্জনা ও দূর্গন্ধে পর্যটকদের জন্য প্রতিকূল হয়ে উঠেছে টেকনাফ সমুদ্র সৈকত।
সম্প্রতি মিয়ানমার থেকে আমদানীর সময় ট্রলারে মারা যাওয়া বেশ কিছু গরুর মৃতদেহ সৈকতে ফেলে রাখে ট্রলার শ্র্রমিকরা। এসব মরদেহ পচে দূর্গন্ধ ছড়াচ্ছে সৈকতে। এছাড়া, বিভিন্ন সময় সৈকতে আশপাশের দোকানের ফেলে রাখা বর্জে পর্যটকদের জন্য প্রতির্কল হয়ে উঠছে সৈকত। যোগাযোগ করা হলে, উপজেলা নিবার্হী কর্মকর্তা জানান, সৈকতে পড়ে থাকা মৃত প্রাণীর দেহগুলো পুঁতে ফেলার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
https://youtu.be/6JHb6k6ErUA
নিউজ ডেস্ক / বিজয় টিভি