টানা বর্ষণে তিন পার্বত্য জেলায় দেখা দিয়েছে বন্যা ও ভূমিধস। এতে এখন পর্যন্ত রাঙ্গামাটির নানিয়ারচরেই কেবল ১১ জন নিহত হন।
উপজেলার বড়পুল পাড়ায় দুই পরিবারের চারজন, ধর্মচরন কার্বারি পাড়ায় একই পরিবারের চারজন, হাতিমারা এলাকায় দুইজন এবং গিলাছড়ি ইউনিয়নের মনতলা এলাকায় একজন মারা গেছেন।
দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে সেনাবাহিনী, ফায়ারসার্ভিস ও পুলিশ। এছাড়া কক্সবাজারের মহেশখালীতে পাহাড় ধসে প্রাণ গেছে আরও একজনের। আর উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গাছচাপায় মারা গেছে এক শিশু।
এদিকে, বান্দরবানের বিভিন্ন এলাকা পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা। জেলা শহরের স্বর্ণ মন্দির এলাকার বড়পুল ব্রিজ তলিয়ে যাওয়ায় বান্দরবানের সঙ্গে রাঙামাটির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি