সাক্ষাৎকার নেয়া ২৯৫ জন রোহিঙ্গা শরণার্থীর মধ্যে কেউ প্রত্যাবাসনে রাজি না হওয়ায় পূর্বনিধারিত প্রত্যাবাসন প্রক্রিয়া স্থগিত করা হয়েছে।
দুপুরে টেকনাফের শালবন শরনার্থী ক্যাম্পের ২৬ নম্বর ইউনিটে এক প্রেস ব্রিফিং এ শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. আবুল কালাম এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সবসময় প্রস্তুত। তাই প্রত্যাবাসন যে কোনো সময়, যেকোনো দিন হতে পারে। এসময় আরো উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের রোহিঙ্গা সেলের প্রধান ও যুগ্ম সচিব রেজোয়ান আহমদ, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আশরাফুল আফসারসহ উর্ধ্বতন কর্মকর্তারা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি