গাজীপুরের কাপাসিয়ায় মামুন হত্যার বিচারের দাবিতে গতকাল সকাল ১১ ঘটিকার সময় সনমানিয়া ইউনিয়নের আড়াল বাজার রোডে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করে এলাকাবাসী।
উল্লেখ্য , গত ০৯/০৬/২০১৮ ইং রোজ শুক্রবার সন্ধ্যায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে জয় পরাজয় নিয়ে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে একই এলাকার শাওন বর্মন সন্ত্রাসী বাহিনী নিয়ে মামুনকে ছুরিকাঘাত করলে সে ঘটনা স্থালেই তার মৃত্যু হয়।
মামুনের মা বাদী হয়ে শাওন বর্মন ও অজ্ঞাত কয়েক জনের নামে কাপাসিয়া থানায় অভিযোগ দাখিল করিলে ঐ দিনই পুলিশ শাওন বর্মনকে গ্রেফতার করে জেলা হাজতে প্রেরন করেন।
মামুনের মা জানান, বাকী আসামীগণ পেশী শক্তি ব্যবহার করে স্বজনহারা পরিবারকে মামলা প্রত্যাহারের জন্য হুমকী প্রদান করে আসছে। তাই ন্যায় বিচারের স্বার্থে এলাকাবাসী ও স্বজনহারা পরিবার সরকারের কাছে দাবী মামুন হত্যার দৃষ্টান্ত মূলক বিচার যেন হয়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি