দক্ষিণ খুলশী আবাসিক এলাকায় ত্রাস সৃষ্টির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে দক্ষিণ খুলশী জামে মসজিদ কমিটি ও এলাকাবাসী।
চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করা হয়। বক্তব্যে বলা হয় পুলিশ ইন্সপেক্টর শামছুর রহমান ও হাবিবুল্লাহ দক্ষিণ খুলশী এলাকাস্থ জামে মসজিদের জাল ডিক্লারেশন দেখিয়ে নিজেকে অবৈধভাবে এক্সিকিউটর করে মসজিদকে ওয়াকফভুক্ত করাসহ বিভিন্নজনকে মিথ্যা মামলায় হয়রানি করছেন। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব ও র্যাব মহাপরিচালক বরাবর অনুলিপি প্রেরণ করা হয়। সংবাদ সম্মেলনে দক্ষিণ খুলশী জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ইবরাহীমসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন ।
নিউজ ডেস্ক/ বিজয় টিভি