যুদ্ধ বিধ্বস্ত স্বাধীন বাংলাদেশকে পুনর্গঠন করে বঙ্গবন্ধু যখন অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ধাবিত হচ্ছিলেন তখনই স্বাধীনতার পরাজিত শক্তি তাকে নির্মমভাবে হত্যা করে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুননেসা ইন্দিরা।
বুধবার চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তর করেছেন। তারই নেতৃত্বে উন্নয়ন কর্মকাণ্ডে পুরুষদের পাশাপাশি নারীরা আজ সমান অংশীদার। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি চেমন আরা তৈয়বসহ আরো অনেকে।
নিউজ ডেস্ক/ বিজয় টিভি