বাংলাদেশ কৃষি ব্যাংক চট্টগ্রাম শাখার কর্মচারী ইউনিয়ন সিবিএ- এর আয়োজনে বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা হয়েছে।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের অগ্রযাত্রা রুখতে দেশি-বিদেশি ষড়যন্ত্রে জাতির পিতাকে স্বপরিবারে হত্যা করা হয়েছে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত যারা বিদেশে পালিয়েছে তাদের দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করার দাবি জানান বক্তারা। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি ব্যাংক চট্টগ্রাম বিভাগের মহাব্যবস্থাপক গিয়াসউদ্দিন, জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক কাজী মাহবুবুল হক চৌধুরীসহ আরো অনেকে।
নিউজ ডেস্ক/ বিজয় টিভি