সাতকানিয়ার কেরানিহাট এলাকায় পিকনিকের বাসে অভিযান চালিয়ে ৫৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব।
গতকাল বিকেলে র্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় জড়িত বাসচালক মো. রহিম ও চালক সহকারী মো. রফিক নামে দু’জনকে আটক করেছে র্যাব সদস্যরা। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত বাসটি জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পু্লিশ সুপার মো. মাশকুর রহমান জানান, এই ইয়াবার চালান চট্টগ্রাম আনার পরিকল্পনা ছিলো। এ ঘটনায় সাতকানিয়া থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি