ময়মনসিংহের ধোবাউড়ায় প্রতিপক্ষের হামলায় এক কলেজ ছাত্র খুন হয়েছে। তিনদিনেও মূল আসামীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
জানা যায়, উপজেলার ভুট্টা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত বৃহস্পতিবারে কলেজ পড়–য়া ছাত্র হাবিবুল ওরফে রফিকুল ইসলামের সাথে পাশের বাড়ির রুবেলের কথার কাটাকাটি হয়। এক পর্যায়ে আব্দুল কুদ্দুসের নির্দেশে মোঃ রুবেল মিয়া সহ প্রায় সাত-আট জনের একটি দল অর্তকিত হামলা করে ।
এতে রফিকুল ইসলাম সহ তার পরিবারের ৪ জনকে গুরুতর আহত করে। স্থানীয়রা আহত ব্যাক্তিদেরকে প্রথমে ধোবাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে রাত সাড়ে দশটায় কলেজ ছাত্র রফিকুল ইসলামকে মৃত ঘোষনা করেন।
এ ঘটনায় এক মহিলাকে গ্রেপ্তার করলেও মুল আসামীদেরকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, নিহত পরিবারের মাঝে চলছে শোকের মাতম। তারা ঈঁদের আনন্দকে চোখের জলে ভাসিয়ে ছেলে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানান।
এ বিষয়ে এস.আই আবুল বাসার বলেন, উক্ত ঘটনায় একজন মহিলাকে আটক করা হয়েছে বাকিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি