কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আলোচিত উগ্রপন্থী সংগঠনের নেতা নুর মোহাম্মদ নিহত হয়েছে। এ ঘটনায় ৩ পুলিশ সদস্যও আহত হয়েছে।
রবিবার ভোরে উপজেলার হ্নীলা জাদিমোরা পাহাড়ে এ ঘটনা ঘটে। টেকনাফ থানার ওসি প্রদ্বীপ কুমার দাশ জানান, নুর মোহাম্মদকে আটকের পর জাদিমোরা ২৭ নম্বর ক্যাম্পের পাহাড়ে তার বাড়িতে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এসময় তার সহযোগিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়ে। পরে নুর মোহাম্মদকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানায় পুলিশ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি