টেকনাফ উপজেলায় ক্রেতা সেজে ৪ ইয়াবা ব্যবসায়ীকে ৩০ হাজার ইয়াবাসহ আটক করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা।
উপজেলার সাবরাং ইউনিয়নের হারিয়াখালী ভাঙ্গা নামের এলাকা থেকে তাদের আটক করা হয়। গতকাল এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর পূর্ব জোন টেকনাফ স্টেশনের লেফটেন্যান্ট কমান্ডার এম সোহেল রানা। তিনি বলেন, ক্রেতা সেজে কয়েক দিন ধরে ওই ইয়াবা ব্যবসায়ীদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করছিলেন তারা। সেই সূত্রে শাহপরীর দ্বীপ সড়কের হারিয়াখালী ভাঙ্গা এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় একজন পালিয়ে যায়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি