নিউজ ডেস্ক/বিজয় টিভি
নদী, খাল ও বিল দেশ থেকে হারিয়ে যাচ্ছে উল্লেখ করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেন, এভাবে হারিয়ে গেলে নদী, খাল ও বিল দেখতে একসময় জাদুঘরে যেতে হবে।
দুপুরে চট্টগ্রাম বিভাগীয় সুইমিংপুলের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। তিনি বলেন, সুইমিংপুলে সাঁতার শেখার মাধ্যমে একজন শিশু তার নিরাপত্তা নিশ্চিত করবে। কারণ আমাদের দেশে পুকুরে, খাল ও বিলে ডুবে অনেক শিশুই মারা যায় শুধু সাঁতার না জানার কারণে। চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, যুব ও ক্রীড়া সচিব ড. মো. জাফর উদ্দীনসহ অন্যরা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি