সীতাকুন্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনায় অব্যাহতভাবে শ্রমিক নিহত ও আহত হওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে।
বুধবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে ‘জাহাজ ভাঙ্গা-শ্রমিক ট্রেড ইউনিয়ন’ ফোরামের উদ্যোগে সভায় লিখিত বক্তব্য পাঠ করেন শিপ ব্রেকিং ইয়ার্ড শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি সফর আলী। তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে এ শিল্পের ব্যাপক অবদান থকলেও এ সেক্টরে শ্রমিকরা মৃত্যু ঝুঁকি নিয়ে কাজ করছে। ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত ৫০ জন ও চলতি বছর ১৬ জন শ্রমিক দুর্ঘটনায় নিহত এবং আহত হয়েছে ৩০ জন শ্রমিক। কিন্তু মালিক পক্ষ থেকে নিহত ও আহত পরিবারের জন্য উল্লেখযোগ্য কিছুই করা হয়নি। এসময় তিনি সকল ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি শ্রমিকদের বিভিন্ন দাবি তুলে ধরেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি