টেকনাফ ও উখিয়ায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির নির্দেশনায় থ্রিজি ও ফোরজি সেবা অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করেছে মোবাইল ফোন অপারেটর কোম্পানীগুলো।
পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত বন্ধ থাকবে এ সেবা। গত সোমবার মোবাইল ফোন অপারেটরগুলোকে এ নির্দেশনা দেয় বিটিআরসি। নির্দেশনা পেয়ে মঙ্গলবার থেকে মোবাইল ফোন অপারেটরগুলো সেবাটি বন্ধ রেখেছে। উল্লেখ্য, কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পগুলোতে রোহিঙ্গার একটি বড় অংশের হাতে মোবাইল ফোন রয়েছে বলে গণমাধ্যমে খবর প্রকাশ হলে এ ব্যবস্থা নেয় প্রশাসন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি