নিউজ ডেস্ক/বিজয় টিভি
বেনাপোলে উৎসব আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো দু’দিনব্যাপী শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের নির্যান তিথি মহাউৎসব।
উৎসবকে ঘিরে আশ্রমে বসছে দেশি বিদেশী ভক্তদের মিলনমেলা। ভক্তনুরাগীদের আগমন ও পদভরে মুখরিত ছিলো আশ্রম এলাকা। ভক্ত সাধকের স্মৃতি চেতনায় বিরতিহীন ভাবে অনুষ্ঠিত হয়েছে পূন্য উৎসব আশ্বাদন ,ভগবত আলোচনাসহ বিভিন্ন অনুষ্ঠান ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি