টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হাবিবউল্লাহ প্রকাশ হাবিরান নামে এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছে।
নয়াপাড়া মোচনী রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিম পাহাড়ের পাদদেশে এ ঘটনা ঘটে। টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মোচনী ক্যাম্প এলাকা থেকে অস্ত্রসহ হাবিবউল্লাহ প্রকাশ হাবিরান ডাকাতকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী তাদের আস্তানায় অভিযানে গেলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় হাবিবউল্লাহকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় ঘটনাস্থল থেকে দুটি দেশীয় অস্ত্র, ১০ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ ও ১২ রাউন্ড কার্তুজের খালি খোসা উদ্ধার করা হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি