সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোক্তাদের মাওলা সেলিমের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে।
সকালে সন্দ্বীপ প্রেসক্লাবে আয়োজিত সম্মেলনে তিনি অভিযোগ করেন, সম্প্রতি মেঘনা চ্যানেলে মাছ ধরা ট্রলার লুটসহ জেলেদের মারধরের ঘটনার জন্য চরজব্বর থানার জলদস্যু নুরনবী-মধু মেম্বার বাহিনী দায়ী। তিনি নোয়াখালী কেন্দ্রিক একটি প্রভাবশালী মহলের আশ্রয়-প্রশ্রয়ে একটি জলদস্যু গ্রুপ কর্তৃক দীর্ঘদিন ধরে মেঘনা চ্যানেল ও জেগে ওঠা চরসমূহে অব্যাহত নৌ-দস্যুতার জোর প্রতিবাদ জানান। একই বিষয়ে গতকাল তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারসহ মেঘনা চ্যানেলে নৌ-দস্যুতা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপের দাবী করে বিক্ষোভ সমাবেশ করে উপজেলা সদর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সর্বস্তরের জনগণ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি