চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ৭৯টি মোবাইল ফোন ও ২৪০ কার্টন বিদেশি সিগারেটসহ দু’জনকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
বুধবার সকালে বিদেশ থেকে আসা দুটি ফ্লাইট থেকে অবৈধভাবে এসব মালামাল জব্দ করা হয়েছে। আটককৃত পন্যের মূল্য প্রায় ৩০ লাখ টাকা। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের কাস্টমস সহকারী কমিশনার আমিনুল ইসলাম বলেন, বিদেশ থেকে আসা দুটি ফ্লাইটের দুই যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ সিগারেট ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। পণ্যগুলো জব্দ করে আটকৃতদের আইনানুগত ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম কাস্টমস হাউজে হস্তান্তর করা হয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি