বিশ্ব হাতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা হয়েছে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ‘ইউএনএইচসিআর এবং ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার বাংলাদেশ’ এর যৌথ উদ্যোগে গতকাল নগরীর একটি হোটেলে এ আলোচনা সভার আয়োজেন করা হয়। বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা আবু নাসের মো: ইয়াসিন নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আইইউসিএন-এর কান্ট্রি প্রতিনিধি রকিবুল আমিন, ইউএনএইচসিআর প্রতিনিধি মারিন ডিন কাজদমকাচসহ অন্যরা বক্তব্য রাখেন। সভায় বক্তারা রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠী এবং হাতিদের দ্বন্দ্ব হ্রাসে গৃহীত পরিকল্পনাসহ সরকারের আগামী দশ বছরের হাতি সংরক্ষণ কর্ম-পরিকল্পনা তুলে ধরেন। এ সময় পদস্থ সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন এনজিও’র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি