চট্টগ্রাম মহানগরীতে ১৭০ কোটি টাকা ব্যয়ে বায়েজিদ থেকে সীতাকুন্ড উপজেলার ফৌজদারহাট পর্যন্ত বাইপাস রোডের নির্মাণ কাজ প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে।
দুপুরে সিডিএ’র চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ এ নির্মাণ কাজ পরিদর্শন করেন। এসময় তিনি দ্রুত কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এসময় সিডিএ’র প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন সামস, প্রকল্প পরিচালক রাজিব দাশসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চার লেনের এ সড়কটি নির্মাণ হলে শহরের যানজট অনেকাংশে কমে যাবে এবং উত্তর চট্টগ্রামের যানবাহন গুলো বায়েজিদ হয়ে সরাসরি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাথে যুক্ত হবে বলে জানান সিডিএ কর্মকর্তারা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি