নিউজ ডেস্ক/বিজয় টিভি
নগরের পাহাড়তলী এলাকায় শেখ রাসেলের নামে শিশুপার্ক করছে চট্টগ্রাম সিটি করপোরেশন।
শুক্রবার এ পার্কের ভিত্তি স্থাপন করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। রেলওয়ে আমবাগান শহীদ শাহজাহান মাঠ সংলগ্ন জায়গার ওপর আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এ পার্ক নির্মিত হচ্ছে।
রেলওয়ে জাদুঘরের নিচে অনেকটা ডিসি হিলের আদলে গড়ে তোলা হবে এ পার্ক। এতে ব্যয় হচ্ছে ৩ কোটি ৬০ লাখ টাকা। একনেকে অনুমোদন হওয়া চসিকের ১২০ কোটি টাকার বিভিন্ন এলাকার অবকাঠামোগত উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় এ পার্কের অর্থায়ন হচ্ছে। উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন, চসিক কাউন্সিলর মোহাম্মদ হোসেন হীরণ, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আবিদা আজাদসহ অন্যরা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি