বোয়ালখালীতে তিন ধর্মই শান্তিপূর্ণ পরিবেশে অবস্থান করছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম ৮ আসনের সাংসদ মইন উদ্দিন খান বাদল।
রবিবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে সম্মিলিত বৌদ্ধ পরিষদের উদ্যোগে বার্ষিক ধর্মীয় বৃত্তি প্রদান উপলক্ষ্যে গুণীজন সংবর্ধনা, প্রবারণা উৎসব ও জাতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ডা. কাজল কান্তি বড়ুয়ার সভাপতিত্বে ও অধীর বড়ুয়ার সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন, পান্না লাল বড়ুয়া, প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়াসহ অন্যরা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি