বাংলাদেশ মানবাধিকার ফোরামের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ননী গোপাল আচার্য্যের বাড়িঘর লুট ও ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন হয়েছে।
বিকেলে বাংলাদেশ মানবাধিকার ফোরাম চট্টগ্রাম বিভাগীয় শাখা আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিভাগীয় শাখার সভাপতি এসএম শহিদ উল্লাহ রনি ,ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আক্তার উদ্দিন রানাসহ আরো অনেকে । এসময় বক্তারা এ হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে জড়িতদের শাস্তির দাবি জানান।
নিউজ ডেস্ক/বিজয় টিভি