উখিয়ার রত্নাপালং ইউনিয়নের পূর্ব রত্না গ্রামে একই পরিবারের ৪ জনকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সকালে নিজ ঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কুয়েত প্রবাসী রোকেন বড়ুয়ার বাড়ির রুমে গলাকাটা অবস্থায় মৃত প্রবীণ বড়ুয়ার স্ত্রী সখি বড়ুয়ার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে বাড়ির ভিতরে অন্য একটি রুমে রোকেন বড়ুয়ার স্ত্রী মিলা বড়ুয়া, শিশু অমিন বড়ুয়া ও সনি বড়ুয়াসহ তিনজনের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন তারা। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে বাড়ির সিঁড়ি ঘর দিয়ে প্রবেশ করে এ হত্যাকাণ্ড সংগঠিত করা হয়েছে। তবে কে বা কারা এ হত্যাকাণ্ডের সাথে জড়িত তা এখনো জানা যায়নি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি