নগরের রেয়াজুদ্দিন বাজার এলাকার ৩টি গোডাউন থেকে প্রায় দুই টন পলিথিন ব্যাগ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম শাহরীন ফেরদৌসী। এদিকে, পরিবেশের ক্ষতি সাধনের দায়ে চট্টগ্রামের সীতাকুন্ড এলাকার হাঙ্গা ইন্টারন্যাশনাল লিমিটেডকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। গতকাল পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয় পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন শুনানি শেষে এ জরিমানা করেন। পরিবেশ ছাড়পত্রের শর্ত পূরণে পুনরায় ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি