হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শেষ হলো চট্টগ্রাম জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ৫০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।
সকালে নগরীর জেলা সমাজসেবা কার্যালয়ের সেমিনার হলে প্রতিষ্ঠানের বিভাগীয় পরিচালক মোহাম্মদ সাইদুল আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দোহা।অনুষ্ঠানে বক্তারা বলেন, হিজরা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য সরকার নানামুখী প্রদক্ষেপ গ্রহণ করেছে। যারা প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছেন, তাদের অর্জিত জ্ঞান ও প্রশিক্ষিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজেরা স্বাললম্বী হবে। এসময় কর্মশালায় অংশগ্রহণকারী হিজড়াদের নগদ অর্থ ও সনদ বিতরণ করা হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি