কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা মাদকপাচারকারী নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয় বিজিবির তিন সদস্য। ঘটনাস্থল থেকে ৭০ হাজার পিস ইয়াবা ও দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ফয়সাল হাসান খান জানান, নাফ নদী সীমান্তে বিজিবি টহলকালে একটি নৌকা নিয়ে উপকুলে প্রবেশ করতে দেখে নৌকাটি থামানোর সংকেত দেয়। এ সময় পাচারকারীরা বিজিবির সংকেত না মেনে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে তারা বিজিবি সদস্যদের ওপর এলোপাতাড়ী গুলি ছোড়ে । আত্মরক্ষার্থে বিজিবি পাল্টা গুলি চালালে ২ জন গুলিবিদ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি