গণতন্ত্র হত্যার রাজনীতি শুরু করে জনগণের রায় ছাড়া বন্দুকের জোরে রাষ্ট্রক্ষমতা দখল করেছিল মেজর জিয়া বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য ও চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন।
গতকাল চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি। বলেন, জননেত্রী শেখ হাসিনা অগণতান্ত্রিক ধারার উত্থান রুখে দিয়েছে। আর তাই বঙ্গবন্ধুর যোগ্য কন্যা শেখ হাসিনার সাহসী নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও অগ্রযাত্রায় এগিয়ে চলেছে। অনুষ্ঠানে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এডভোকেট এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি আবু সাঈদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি