সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে অব্যাহত রাখতে হবে, বাংলাদেশের পরিচিতি মূলত সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
গতকাল দুপুরে উপজেলা সদরের একটি সামাজিক কেন্দ্রে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি। কেউ যদি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়, তাহলে তা কখনও বরদাশত করা হবেনা বলেও হুশিয়ারি দেন ভূমিমন্ত্রী । অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম.এ মান্নান চৌধুরীসহ অন্যরা উপস্থিত রাখেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি