কক্সবাজারের টেকনাফে বিজিবির সাথে ‘বন্দুকযুদ্ধে’ মোহাম্মদ ইউনুছ ও মোহাম্মদ জামাল নামে দুই রোহিঙ্গা নাগরিক নিহত হয়েছে।
ভোররাতে উপজেলার হ্নীলার জালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ২ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জালিয়াপাড়া নাফ নদী এলাকায় অভিযানে যায় বিজিবি। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে গুলি চালায় ইয়াবা ব্যবসায়ীরা। আত্মরক্ষার্থে বিজিবিও তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয় দুইজন। পরে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ৫০ হাজার পিস ইয়াবা, ২টি দেশীয় বন্দুক ও ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় বিজিবির তিন সদস্য আহত হয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি